মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বলেছেন, তার দেশ শিগগিরই এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে কোনো ‘বিদেশি’ সামরিক উপস্থিতি’ থাকবে না।
মালদ্বীপ থেকে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের প্রত্যাহার করার কয়েক সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন।
বুধবার বক্তব্যে তিনি বলেন, মালদ্বীপ সমুদ্র, আকাশ এবং স্থলজ ডোমেনসহ তার সমস্ত অঞ্চলে স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং পানির নিচে জরিপ পরিচালনায় মালদ্বীপের সক্ষমতা বাড়াবে।
এর আগে সোমবার প্রেসিডেন্টের প্রথম ভাষণে চীনপন্থী নেতা হিসেবে পরিচিত মুইজু বলেন, ভারতীয় সেনাদের প্রথম সেনা দলটিকে ১০ মার্চের আগে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হবে এবং বাকি দুটি বিমান প্ল্যাটফর্মকে ১০ মে-র আগে প্রত্যাহার করে নেওয়া হবে।