চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের ছাউনির নিচ থেকে প্রশান্ত কুমার দেবনাথ (৫০) নামের ভবঘুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রশান্ত কুমার দেবনাথ বড়বাজার পাড়ার মৃত শান্তি দেবনাথের ছেলে।
চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রশান্ত কুমার দেবনাথ দীর্ঘদিন ধরে নাম ফলকের ছাউনির নিচে বসবাস করতেন। সে আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলো। বুধবার বিকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ওসি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।