ওসিপি, মরক্কো প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
এ সময় বারির সাবেক পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহাম্মদ হোসেন বারির উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, জিআইএফএস, বিএআরসি; ড. শিব কুমার আগারওয়াল, কো-অর্ডিনেটর, আইসিএআরডিএ এবং বারির বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।