মৌলভীবাজারে বিরল প্রজাতির মাকড়সা

0

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলেছে বিরল প্রজাতির (crab spiders) ক্রেব স্পাইডার মাকড়সা। 

জানা যায়, উপজেলার মাধবপুর ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে বুলবুল আহমেদের বাড়িতে গত ৩ শনিবার রাতে এই মাকড়সাকে দেখা যায়। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন বুলবুল। 

পরে মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here