ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ভারতীয়রা, তবে..!

0

অবশেষে পর্যটন খাতকে এগিয়ে নিতে ভিসা ছাড়াই ভারতীয়দের ইরান যাওয়ার সুযোগ করে দিল তেহরান। গতকাল মঙ্গলবার দিল্লির ইরান দূতাবাস থেকে এই ঘোষণা দেয়। সেজন্য শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। বলা হয়েছে, ৬ মাস অন্তর সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে থাকতে পারবেন ভারতীয় পর্যটকরা।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি থেকে ভিসা জটিলতা কেটে গেছে ইরানে যেতে ইচ্ছুক ভারতীয়দের। ইরান দূতাবাস জানিয়েছে, ইরান সরকারের অনুমতিক্রমে এবার থেকে ভারতীয় নাগরিকদের সেদেশে প্রবেশ করতে গেলে ভিসা আর আবশ্যক নয়।

তবে এর বাইরে কোনও ভারতীয় নাগরিক এর চেয়ে বেশিদিনের জন্য ইরানে থাকতে চান অথবা ৬ মাসের সময়সীমার মধ্যে একাধিকবার সেদেশে যেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাদের অন্য ধরনের ভিসা প্রয়োজন। পর্যটন ব্যবসার জনপ্রিয়তা বাড়াতে গত বছরের শেষদিকে এমনই ঘোষণা করেছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here