বাগেরহাটে অবহিতকরণ সভা

0

বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় অঞ্চলে শিশুবান্ধব জলবায়ু সহনশীল সমাজ গঠনে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তণে বেসরকারি উন্নয়ন সংস্থা সভার আয়োজন করে। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনানজয় মন্ডল, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, রূপান্তরের শরণখোলা ম্যানেজার আলমগীর হোসেন মিরু, জেজেএস’র প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা, মনিটরিং এবং ডকুমেন্ট অফিসার আব্দুর রহমান প্রমুখ।
সভায় স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত উদ্যোগ গ্রহনে উপকূলীয় শিশুদের অংশগ্রহন বৃদ্ধিসহ অংশগ্রহন মূলক পদ্ধতি, শিশু অধিকার, শিশুশুরক্ষা, শিশু নেতৃত্ব, দুর্যোগ ঝুকিহ্রাস এবং জলবায়ু পরিবর্তন এ্যাডভোকেসি সম্পর্কিত কর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে অলোচনা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here