‘বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় দেড় লাখ, মারা যায় এক লাখ’

0

প্রতি পাঁচজনের মধ্যে একজনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সারা বিশ্বে প্রতি বছর দুই কোটি মানুষ ক্যান্সারে আক্তান্ত হয়, তার মধ্যে মারা যায় এক কোটি। বাংলাদেশে আক্রান্ত হয় দেড় লাখ, মারা যায় এক লাখ। ৩০-৫০ ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করে লাখো মানুষের জীবন বাঁচানো যায়। স্থূলতা, মদ্যপান, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস এই রোগের ঝুঁকি তৈরি করে। উপসর্গের জন্য অপেক্ষা না করে পরীক্ষা করলে এই রোগ নিরাময় সহজ হয়।

রবিবার রাতে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক সভায় এই তথ্য জানানো হয়। এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. একেএম আবদুস সেলিম। ধন্যবাদ জানান বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম। আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল বিকন ফার্মাসিটিক্যালস।

প্রবন্ধ উপস্থাপন করেন নিউক্লিয়ার মেডিসিন কুমিল্লার পরিচালক ডা. এম এম আরিফ হোসেন। বক্তব্য রাখেন ক্যান্সার সোসাইটি কুমিল্লার ট্রেজারার অ্যাডভোকেট আ ফ ম তাইফুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএ কুমিল্লার সায়েন্টিফিক সেক্রেটারি ডা. শাহেলা নাজনীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here