ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের কাছে হারল তামিমের বরিশাল

0

বিপিএলে ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বরিশাল। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি তামিম ইকবালের দল।

রান তাড়ায় নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ১৬ রান করে আউট হন আহমেদ শেহজাদ। এরপর সৌম্য ও মেহেদী হাসান মিরাজ কোনো রান না করেই আউট হন। দলের অন্য খেলোয়াড়রা ব্যর্থ হলেও একপাশ আগলে রাখেন তামিম ইকবাল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ বলে ৩০ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি।

এরপর এক প্রান্তে আগলে রাখেন টম ব্রুস। অপরপ্রান্তে উইকেট হারাতে থাকেন শাহাদাত হোসাইন দিপু, নজিবউল্লাহ জাদরান ও সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ৫০ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।

বরিশালের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here