ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলার সামরিক পরিকল্পনা পর্যালোচনা করছে। শহরটিকে একসময় ‘নিরাপদ অঞ্চল বলা হতো। যুদ্ধ শুরুর দিকে ফিলিস্তিনিদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সামরিক অভিযান শুরুর আগে রাফাহ উপত্যকার বাসিন্দাদের রাফাহ থেকে সরিয়ে নেওয়া হবে।
মানবাধিকার গোষ্ঠীগুলি রাফায় যে কোনও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। আনুমানিক ১.৪ মিলিয়ন মানুষ সেখানে আশ্রয় নেওয়ায় বিপুল প্রাণহানি হতে পারে।