নিয়মরক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

0

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। ভুটানের বিপক্ষে আজ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। মঙ্গলবার ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে চড়াও হয়ে খেলে বাংলাদেশ। ১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐশি খাতুন। নুসরাত জাহান মিতুর নেওয়া কর্নারে হেড থেকে ব্যবধান বাড়ান ঐশি।

৬৩ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ভুটানের গোলরক্ষক দীক্ষা গোল কিক করে বল দেন সতীর্থ ডিফেন্ডার শেন্ডু শেরিংকে। ততক্ষণে বল কেড়ে নিতে পেছনে থেকে দৌড়ে এগিয়ে আসেন ঐশী। শেন্ডু বলটি ব্যাকপাস দেন দীক্ষাকে। কিন্তু বলের গতি ছিল কম। ঐশী বলের দখল নিতে শেন্ডুকে ততক্ষণে পেছনে ফেলেছেন। দীক্ষাও বিপদ বুঝে সামনে এগিয়ে এসে বলে পা চালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই শট নেন ঐশী। বল চলে যায় জালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here