ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় গত একদিনে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক।
সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১১৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ২০৫ জন আহত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছতে পারছেন না। সূত্র: আনাদোলু এজেন্সি