মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দু’জনের মৃত্যুর ঘটনাসহ চলমান পরিস্থিতির জেরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তীব্র লড়াইয়ে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বিজিপির ১১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।