ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না, জার্মানির আশঙ্কা

0

জার্মানির নেতাদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে, চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না। আমেরিকার প্রভাবশালী দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

গত মাসে লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, “ন্যাটো জোটের জন্য আমেরিকা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে কিন্তু বিনিময়ে আমরা তেমন কিছু পাচ্ছি না।”

ট্রাম্প বারবার ওয়াশিংটনের ন্যাটো মিত্রদের তাদের খরচ বহনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং ২০১৭ সালে ঘোষণা করেছিলেন যে, এই সামরিক জোট “অচল”।

আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী প্রার্থী। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে- প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন এবং এই প্রেক্ষাপটে জার্মান কর্মকর্তারা বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকার সম্ভাবনা ক্ষীণ।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here