অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ৪ ফেব্রুয়ারি
‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে।
২০২৩ সালে তৈরি হয়েছিল শক্তির দিস মোমেন্ট অ্যালবামটি। সর্বমোট আটটি কম্পোজিশন আছে এতে। এদিন গ্র্যামির মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন শংকর মহাদেবন। সমস্ত সম্মান তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রীকে।
এখানেই শেষ নয়। গ্র্যামির বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের শিরোপাও এসেছে ভারতে। উস্তাদ জাকির হোসেন তৈরি করেছিলেন পাশতো কম্পোজিশন। সেই পাশতোই এবার এই শিরোপা পেয়েছে। ফলে জাকির হোসেন দুইটি গ্র্যামি জিতে নিয়েছেন এ বছর। এই পাশতো কম্পোজিশনে বাঁশি বাজিয়েছেন রাকেশ চৌরাসিয়া। রাকেশ বিশিষ্ট বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাইপো। এ নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কারে সম্মানিত হলেন রাকেশ। আর জাকির হোসেনের কাছে এই নিয়ে তৃতীয়বার গ্র্যামি পুরস্কার এলো।
বিশ্বের প্রথম সারির শিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেখানেই ভারতীয় পাঁচ শিল্পীর নাম ঘোষণা হয়।