শেরপুরের নকলায় ভুয়া দাতের ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণার অভিযোগে শিখা রাণী দেবী নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে নকলা পৌরশহরের পুরাতন হলমোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। শিখা রাণী দেবীর বাড়ি কিশোরগঞ্জে। তার বাবার নাম হীরা লাল সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, শিখা রাণী দেবী নিজেকে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে, এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়ালিউল্লাহ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।