ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন এক সাক্ষাৎকারে ‘অগ্রহণযোগ্য মন্তব্য’ করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তেব্যের জন্য মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবর অনুসারে, রুশ দৈনিক কোমারসান্তকে দেওয়া সাক্ষাৎকারে হালপেরিন রাশিয়ার পররাষ্ট্রনীতির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন।
সাক্ষাৎকারে হালপেরিন হলোকাস্টের গুরুত্বকে খাটো করে দেখার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করেন এবং বলেন, রাশিয়া ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে।