অসংখ্য মায়ের জীবনের গল্প ‘সেলাই মেশিন’ ইউটিউবে

0

এবার জিয়াউদ্দিন আলম গ্রাম বাংলার বহু মায়ের জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘সেলাই মেশিন’। নাটকটি গতকাল ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় লেজার ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে প্রকাশ হয়েছে।

সেলাই মেশিন নাটকের গল্পে উঠে এসেছে, স্বামী মারা যাওয়ার পরে একজন মা কীভাবে তার ছেলে সন্তানদের মানুষ করার জন্য জীবন সংগ্রাম করে বছরের পর বছর সেলাই মেশিন চালিয়ে সংসার ও সন্তানদের মানুষ করলেন। সেই সন্তানরা যখন মায়ের সেলাই মেশিনের সাউন্ড শুনতে বিরক্ত লাগা ও শেষ বয়সে ছেলেদের কাছে না পাওয়া, সেলাই মেশিনটাই যখন তার বেঁচে থাকার একমাত্র সঙ্গী হিসেবে বেছে নেন, তখনই ছেলেদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেলাই মেশিন। তখন সেই মায়ের কেমন লাগে! 

‘সেলাই মেশিন’ নাটকটি কাহিনী লিখেছেন সেলজুক তারিক, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল। নাটকটি চিত্রগ্রহণে ছিলেন শেখ সুজন, এডিট ও কালার করেছেন টিডি দিপক, সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

জিয়াউদ্দিন আলম বলেন, আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবারের গল্প দর্শকদের ভালো লাগবে। গ্রাম বাংলার বহু মায়ের জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছি সেলাই মেশিন। আশা করি দর্শক নাটকটি দেখে খারাপ বলবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here