নেত্রকোনার আটপাড়ায় দিয়া মনি নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সৎ মা মমতা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রবিবার সন্ধ্যায় আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুটি উপজেলার দোওজ ইউনিয়নের রাবিয়ারগাতী গ্রামের কৃষক শাহ আলমের প্রথম স্ত্রীর।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, শাহ আলম ও মালেহা দম্পতির ঘরে দিয়ামনি নামের শিশু জন্মের দুই বছরের মাথায় মমতাকে বিয়ে করেন শাহ আলম। এরপর মালেহা অভিমান করে স্বামীর ঘরেই ওই সন্তানকে রেখে ঢাকায় কাজে চলে যান।
তিনি আরো বলেন, ঢাকায় থাকা মাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে অপর একটি সূত্র জানায়, অভিযুক্ত মমতাও শাহ আলমের আগে অন্যের স্ত্রী ছিলেন।
মানবাধিকার কর্মী কোহিনুর বেগম বলেন, শিশুর বাবাকেও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তার প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করার কথা শুনেছি। তার শিশুর দিকে নিজের নজর রাখা উচিত ছিলো। এখন তাকেও জ্ঞিাসাবাদ করা হলে হয়তো সঠিক বিষয়টি বের হবে। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্থি হওয়া দরকার বলেও তিনি জানান।