বাংলাদেশের সভাপতিত্বে শেষ হলো জাতিসংঘের তিন সংস্থার প্রথম অধিবেশন

0

জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের সভাপতিত্বে ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর ৫ দিনব্যাপী প্রথম নিয়মিত অধিবেশন শেষ হলো শুক্রবার (২ ফেব্রুয়ারি)। এতে সভাপতিত্বে করেন নির্বাহী বোর্ড সদস্য বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। 

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মুহিত বলেন, বিশ্বব্যাপী চলমান সংকটের অবসানে ঐক্যবদ্ধভাবে কাজের অভিপ্রায়ে গত কয়েক বছর ধরেই আমরা যে চেষ্টা করেছি তা সাড়া জাগিয়েছে সর্বত্র। সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অসহায় মানুষদের জন্যে সহায়তার দিগন্ত জোরদারের জন্যে প্রদত্ত অঙ্গিকার বাস্তবায়িত করার সংকল্পও উচ্চারিত হয়েছে-যা খুবই স্বস্তিদায়ক। 

অধিবেশন চলাকালীন জাতিসংঘের এই তিনটি সংস্থার প্রধান আচিম স্টেইনার (ইউএনডিপি প্রশাসক), নাটালিয়া কানেম (ইউএনএফপিএ নির্বাহী পরিচালক), জর্জ মোরেরা দা সিলভা (ইউএনওপিএস নির্বাহী পরিচালক) বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করেন। তারা সকলেই জটিল অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে থাকার এবং জনগণের জন্য কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সংস্থা তিনটির নির্বাহী বোর্ডের সভায় সভাপতিত্ব করা ছাড়াও রাষ্ট্রদূত মুহিত সংশ্লিষ্ট সকল পদস্থ কর্মকর্তাগণের সাথেও মতবিনিময় করেন এবং সকলের কর্মপরিধির উচ্ছ্বসিত প্রশংসাকালে বলেন যে, জাতিসংঘের পদক্ষেপসমূহ আপামর জনতার সামগ্রিক কল্যাণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। 

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাষ্ট্রদূত মুহিত এই তিন সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ছিলেন এই তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। সেইসময় তিনি ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here