ফেনীর ফুলগাজিতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার।
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনজুরা আজিজ মহিলা সংস্থা জেলা বিষয়ক কর্মকর্তা মো. আলী হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার ফেনীর ফিল কোঅর্ডিনেটর মো. আবদুর রব।
শেষে চারটি ক্যাটাগরিতে তৃণমূল পর্যায়ে নারীদের মাঝে ৮০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১২ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।