সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরে শুয়ে থাকা মোজাম্মেল হক (৬০) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা গেছে। শনিবার গভীর রাতে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ মোজাম্মেল হক রশিকপুর এলাকার মৃত রমজানের ছেলে।
কাজিপুর থানার ওসি তদন্ত আব্দুল মজিদ জানান, পরিবারের সকল সদস্য ঢাকায় থাকায় শনিবার রাতে বৃদ্ধ মোজাম্মেল তার ঘরে একাই শুয়ে ছিল। রাতের কোন এক সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ঘরের মধ্যে আগুনে দগ্ধ হওয়া বৃদ্ধ মোজাম্মেল হকের মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।