বগুড়ার ধুনট উপজলোর সোনাহাটা-সাতবকেী পাকা সড়ক পারাপার হওয়ার সময় চলন্ত মোটরসাইকলেরে ধাক্কায় আব্দুর রশিদ (৮০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ উপজলোর নিমগাছি ইউনয়িনরে ধামাচামা গ্রামরে মৃত বেলায়তে হোসনের ছেলে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, উপজলোর সোনাহাটা-সাতবেকী পাকা সড়কের ধামাচামা পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনায় তিনি আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সৈকত হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুর রশিদের মরদেহ তার স্বজনদরে কাছে হস্তান্তর করা হয়েছে।