বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা। সিরিজের কোনো ম্যাচই রাখা হয়নি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরে ম্যাচ না রাখার কারণ নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। যা নিয়ে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘ঢাকাতে মেয়েদের খেলাটা আগে থেকেই নির্ধারিত ছিল। যে কারণে আমরা সেটি শিফট করিনি। মেয়েদের জন্য আমরা এখানে জায়গা করে দিয়েছি। ছেলেদের খেলাটা আমরা চট্টগ্রামে ও সিলেটে নিয়ে গিয়েছি। সেই গ্রাউন্ডও তো ভালো, উইকেটও ভালো। অতটা চ্যালেঞ্জিং হওয়ার কথা না। আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না।’