অবসর প্রশ্নে যা বললেন সাকিব

0

চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ব্যাটিং করতে কিছুটা হলেও অস্বস্তি হচ্ছে তার। তবে বোলিং চালিয়ে নিতে পারেন। এজন্য চলমান বিপিএলে তার চোখের সমস্যা নিয়ে বেশ আলোচনা চলছে।

সমাধান খুঁজতে গিয়েছিলেন গুরু মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। সম্প্রতি সাকিব প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছিলেন, ‘ব্যাটিংয়ে না ফিরতে পারলে খেলাই ছেড়ে দেবেন সাকিব’।

উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘আমার এখন অবধি কোনো ভাবনা নেই (ক্রিকেট ছাড়ার)। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। এরপরেরটা এরপর দেখবো।’

সংবাদ সম্মেলনে বারবার চোখের সমস্যার প্রশ্নে একটু যেন বিরক্তই হলেন সাকিব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে আমার কোনো ধারণা নেই, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই।’

এরপর সাকিব বললেন, ‘আসলে এই যে আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি।’ এরপরই আবার বলে উঠলেন, ‘আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here