চলচ্চিত্র ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে মন দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। জানিয়েছেন ‘থালাপতি ৬৯’-ই হতে চলেছে তার শেষ চলচ্চিত্র। সিমেনাটি পরিচালনা করবেন জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলি। খবর টাইমস অব ইন্ডিয়া।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে এক বিবৃতিতে নিজের রাজনৈতিক দলের নামও ঘোষণা করেছেন বিজয়। নিজের দলের নাম দিয়েছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম।’
বিজয় দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দিয়ে ভোটের মাঠে নামতে চান এই তামিল অভিনেতা। তিনি বলেছেন, তামিলনাড়ুর মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।