সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স।
সিলেট স্ট্রাইকার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছিল রংপুর। তবে রংপুরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। মোহাম্মদ মিঠুনের দল ১৬.৫ ওভারে অলআউট হয়েছে ৮৫ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ব্রান্ডন কিং’কে হারালেও রংপুরের হাল ধরেন বাবর আজম। একপ্রান্ত আগলে রাখা এই পাকিস্তানি ক্রিকেটার ৩৭ বলে ৪৭ রান করে ফেরেন সাজঘরে। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে অধিনায়ক নুরুল হাসান সোহানও দলকে এগিয়ে দেন বড় সংগ্রহের দিকে।
৭ ম্যাচের মধ্যে ছয়টিতেই হারল সিলেট। আর ছয় ম্যাচে ৪ জয় নিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে রংপুর।