কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

0

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম নুর হোসেন (৫৮)। শনিবার দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর প্রতিপক্ষের জাফর আলী ও রানু বাবু নামের দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নুর হোসেন ও তার প্রতিপক্ষ জাফর আলী এ দুই গংএর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে নুর হোসেন বিরোধপূর্ণ জমিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নুর হোসেন মাইরের আঘাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এরপর তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here