যুব বিশ্বকাপ: তীরে এসে ডুবল জুনিয়র টাইগারদের তরী

0

লড়াইটা শেষ পর্যন্ত করেছিলেন রোহানাত দৌলা বর্ষণ। তবে শেষরক্ষা করতে পারেননি। সেমির আশায় জল ঢালার সাথে সাথে পাকিস্তান যুব দলের কাছে মাত্র ৫ রানে হেরে গেছে ‍জুনিয়র টাইগাররা।

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে জুনির টাইগারদের ৩৮.১ ওভারের মধ্যেই পাকিস্তানের দেয়া লক্ষ্য টপকাতে হতো। ধারাবাহিক বিরতিতে উইকেট পড়লেও সেমির লক্ষ্যের খুব কাছেই পৌঁছে গিয়েছিল জুনিয়র টাইগাররা। বর্ষণের লড়াকু ইনিংস লক্ষ্যের প্রায় কাছে নিয়ে গিয়েছিল তাদের। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মারুফ মৃধা।

প্রথমে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৫৫ রানেই অলআউট করে দিয়েছিলেন বর্ষণ ও শেখ পারভেজ জীবনরা। দুজনেই দলের হয়ে নিয়েছেন চারটি করে উইকেট।

তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটার। ৩৫ ওভার ৫ বলে ১৫০ রানেই অলাউট হয়েছে রাব্বির দল। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ শিহাব জেমস। আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বোলার বর্ষণ। তিনি ২৪ বলে ২১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here