জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান।
বক্তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আশপাশের কৃষি সেচ কার্য পরিচালনা, বিভিন্ন সরকারী স্থাপনায় লোডসেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ১ একর জমির উপর নির্মিত জামালপুর ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা।