তামিমের বরিশালকে ১৫৬ রানের চ্যালেঞ্জ খুলনার

0

বিপিএলে সিলেট পর্বে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১৫৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল খুলনা টাইগার্স। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। ফলে জয়ের জন্য ১৫৬ রান করতে হবে বরিশালকে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি হাবিবুর রহমান সোহান। ৭ বল খেলে করতে পেরেছেন কেবল ২ রান। সোহানের মতৈ এদিন ব্যর্থ ছিলেন মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ও দাসুন শানাকারা। ফলে ৮৮ রান তুলতেই সাজঘরে ফেরেন সাত ব্যাটার। 

তবে অষ্টম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ মিলে যোগ করেন ২৪ বলে ৬৭ রান। ফাহিম ১৩ বলে করেছেন ৩২ রান। আর নাওয়াজ অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রান করে। 

বরিশালের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও শোয়েব মালিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here