মাদক ব্যাবসাকে কেন্দ্র নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম সুমন মিয়া (৩৬)।
শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা মহল্লার মোল্লা বাড়ী জামে মসজিদ রোডে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
সুমন সংগীতা এলাকার ছোবান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দাসপাড়া এলাকার একটা খানকা শরীফ থেকে সংগীতার দিকে ফিরছিলেন সুমন। পরে পশ্চিম ঘোড়াদিয়ার মোল্ল বাড়ি মসজিদের সামনে আসলে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য রাদিব তামজিদ জুয়েল ও তার ভাই সোহেল, খায়রুল ও রাজ্জাকসহ কয়েকজন অস্ত্রধারী তার গতিরোধ করে। এসময় সুমনকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। সুমনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী নিপা বেগম বলেন, আমার স্বামীকে প্রায়ই জুয়েল, তার ভাই সোহেল প্রাণে মেরে ফেলার হুমকি দিত। আজ শেষ পর্যন্ত সুমনকে মেরে আমাকে বিধবা করেছে এবং আমার দুই মেয়েকে করেছে এতিম। আমি এর বিচার চাই।
এলাকাবাসীরা জানান, সুমন মিয়া এক সময় ইউপি সদস্য জুয়েল মেম্বারের অনুসারী ছিলেন। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে জানতে জুয়েল মেম্বারের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
নরসিংদী সদর মডেল থানার ওসি তানবীর আহাম্মেদ জানিয়েছেন, নিহত সুমনের সাথে এলাকার বেশ কয়েকজনের সাথে দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। তাছাড়া মাদক ব্যবসা, বাজার কমিটি নিয়েও দ্বন্দ্ব রয়েছে। এসবের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।
ওসি আরও জানান, সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে ১০টি মামলা রয়েছে।
এদিকে, নরসিংধীর পলাশ এলাকার জিনারদীতে রেললাইনের পাশ থেকে সুমন সাহা নামে এক দিনমুজুরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
পলাশ থানার ওসি ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো: ইকতয়িার উদ্দনি জানান, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ মরদহে উদ্ধার করেছে।