লিটনকে নিয়ে যা বললেন কুমিল্লার কোচ

0

চলমান বিপিএলে কুমিল্লার জার্সিতে কঠিন সময় পার করছেন লিটন দাস। বাইশ গজের ক্রিজে ব্যাট হাতে ধারবাহিক ব্যর্থ এই ওপেনার। ফলে নিশ্চিতভাবেই চাপে আছেন। সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে তার কাঁধে অধিনায়কত্ব। সবমিলিয়ে তার এমন বাজে সময়ে পাশে পাচ্ছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘দলে ১৮-১৯ জন ছেলে আছে। সবাইকে একটা বিশ্বাস নিয়েই বেছে নিয়েছি। তারা হয়ত সময়মত ডেলিভারি করবে। দেখা যাক। মানসিক বাধা থাকে অনেক সময়। তারা বড় খেলোয়াড়, তারা জানে কীভাবে কামব্যাক করতে হবে।’

দলের পরিকল্পনা অনুযায়ী খেলে সফল না হলেও খুশি কোচ। তিনি বলেন, ‘যদি দলের পরিকল্পনা অনুযায়ী খেলে ব্যর্থও হয় আমি কখনও মন খারাপ করি না। যেমন আজকে লিটনের খেলা আমার খারাপ লাগেনি। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। দুর্ভাগ্য যে আউট হয়ে গেছে। আগের দিন আমার ভালো লাগেনি। দলের পরিকল্পনা অনুযায়ী খেললে রান আসতেও পারে, নাও আসতে পারে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here