গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়। তার হলেন- শাকিল, সজীব, রঞ্জু, সোহাগ, নাবিল, সাজেদুল ইসলাম রনি, রাব্বি ও রাজন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সাথে যোগাযোগ করলে আটজনকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।