বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম শক্তিমান অভিনেতা মোশারফ করিম অভিনিত ‘হুব্বা’ শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জ্যামাইকায় মাল্টিপ্ল্যাক্স সিনেমা হলে মুক্তি পাচ্ছে। শুধু নিউইয়র্ক নয় একইসাথে নিউজার্সি, বস্টন, ভার্জিনিয়া, আটলান্টা, লসএঞ্জেলস, সানফ্রান্সিসকো, সাক্রামেন্টো, সিয়াটল, ডেট্রয়েটসহ ৩০ সিটিতে তা মুক্তি পাচ্ছে। এর অধিকাংশ সিটিতেই টানা ৭ দিন প্রদর্শিত হবে ছবিটি।
উল্লেখ্য, ভারতের ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। পরিচালক ব্রাত্য বসু এবং প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটি দ্বিতীয় ছবি। হুব্বা ১৯ জানুয়ারি তা বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে।
বায়োস্কোপ ফিল্ম প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠানের এটি ৪০তম ছবি যা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। কানাডার টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুবারসহ অন্তত ৫টি সিটিতে এটি মুক্তি পাচ্ছে বলেও উল্লেখ করেন সংস্থাটির কর্ণধার রাজ হামিদ।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সাথে অনির্ধারিত এক আলাপচারিতায় রাজ হামিদ আরও উল্লেখ করেন, ছবিতে মোশারফ করিমের অভিনয় পশ্চিমবঙ্গের সিনেমা সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। বলা হচ্ছে এটি হবে এ বছরে তার সবচেয়ে জনপ্রিয় একটি অভিনয়।
শুক্রবার প্রিমিয়ার শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। সেখানে মিডিয়া কর্মীদেরকে স্বাগত জানাতেই অনির্ধারিত এ আলাপচারিতা বলে জানান রাজ হামিদ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন সিটিতে জয়া আহসান অভিনীতি ‘পেয়ারে সুবাস’ ছবিটিও মুক্তি পাবে। এ ছবিটিও বোদ্ধা দর্শক এবং সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। বাংলা নতুন বছরে মুক্তি পাবে সৃজিত মুখার্জি পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক ছবিটিও। কুরবানি ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সাকিব খান অভিনীত এবং সর্বত্র সারা জাগানো ‘তুফান’।
রাজ হামিদ বলেন, বাংলাদেশের তরুণ ও উদিয়মান অভিনেতারা অভিনয়ের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে আরও অনেক ভালো করবেন-এটা বলা যায় অনায়াসে। ঢাকায় এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো একাডেমি প্রতিষ্ঠিত হয়নি।
রাজ হামিদ সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা শুধু বাংলা চলচ্চিত্রকে প্রবাসীদের সাথে জড়িয়ে রাখার অভিপ্রায়ে কাজ করছি। বিনোদনের মধ্যদিয়ে বাঙালি সংস্কৃতি বহুজাতিক এ সমাজে দিপ্ত প্রত্যয়ে উজ্জীবিত রাখতে বায়োস্কোপের সাথে বিদগ্ধ প্রবাসীরাও রয়েছেন বলে উল্লেখ করেন রাজ হামিদ।
এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথাও বলেছেন আমেরিকা, কানাডাসহ মধ্যপাচ্যের ৯ দেশে বাংলা ছবি রিলিজ করার লাইসেন্সপ্রাপ্ত পরিবেশনা সংস্থা বায়োস্কোপের অধিকর্তা রাজ হামিদ বলেন, দক্ষিণ ভারতের একটি পরিবেশনা সংস্থা ইতোমধ্যেই ‘মুজিব’ নামক ছবিটি মুক্তি দিয়েছিল নিউইয়র্কসহ বিভিন্ন সিটিতে। কিন্তু তারা কোনো প্রচারণা চালায়নি বলে দর্শকরা জানতে পারেননি। অর্থাৎ বাঙালির উত্থানে অবিস্মরণীয় ভূমিকায় অবতীর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন-কাহিনী নির্ভর ছবিটি প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও প্রবাসীরা দেখতে সক্ষম হননি।
রাজ হামিদ বলেন, আমি পরিবেশক সংস্থা ‘প্যানারমা’র সাথে যোগাযোগ করেছি, অনুরোধ জানিয়েছিলাম, ছবিটি আমাদের দেওয়ার জন্য। কিন্তু তারা কর্ণপাত করেননি।