আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস ও রনি তালুকদার। টানা দুই ম্যাচে ৯০-পেরোনো জুটি গড়লেন তারা। প্রথম ম্যাচে ৯১ রানের পর আজ তারা ওপেনিংয়ে যোগ করেন ১২৪ রান।
এর আগে সৌম্য সরকার ও নাঈম শেখের ১০২ রানের জুটিকে ছাড়িয়ে যান তারা। এদিন লিটন ১৮ বলে হাফ সেঞ্চুরি করে ছাড়িয়ে যান মোহাম্মদ আশরাফুলকেও। এমন কীর্তির পর খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন। তার কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ সময়ের উদ্বোধনী জুটির সমস্যা ছিল। কীভাবে ওপেনিংয়ে এই পরিবর্তন এলো?
তিনি বলেন, ‘আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেকোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন সবসময়। নতুন যে জিনিস ভালো হচ্ছে, সেটা কী ভালো লাগছে না! দুই বছর, এক বছর…অতীত টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলতেছি, এই পার্টনার কতটা যেতে পারে দেখি।’
রনিকে নিয়ে প্রতিদিন যে সফল হবেন না, সেটিও মনে করিয়ে দেন লিটন। তিনি বলেন, ‘আমার মনে হয় উদ্বোধনী জুটিতে এটাই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর থেকে তো বড় কিছু হতে পারে না। কিন্তু ব্যাক টু ব্যাক প্রতিটা ম্যাচে আপনি এই সাফল্য পাবেন না। যে যাবো আর হিট করবো। স্ট্রাগল টাইম আসবেই। তবে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি আর কী তার সঙ্গে।’
প্রসঙ্গত, লিটন দাস ও রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ের পর সাকিব আল হাসানের ঘূর্ণিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে আয়ারল্যান্ড। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে আইরিশরা। এতে বাংলাদেশ জিতেছে ৭৭ রানে।