পাওনা ১০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ৩

0

পাওনা মাত্র দশ টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রকি (২২), রাকিব (২৫) এবং নাইস (১২) নামে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে তাদের মীমাংসা করে দিয়ে কোলাকুলি করে ছেড়ে দেয় এলাকাবাসী। এরপর রকি ও রাকিব বাড়ির ফিরে যাওয়ার সময় হঠাৎ করে নাকের এবং হাশেম তাদের মারধর শুরু করে। এ সময় রকির ফুফাত বোন প্রতিবন্ধী নাইস দৌড়ে এসে তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নাকের ও হাশেম তাকেও ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here