কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিরকোণা গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তারই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলে আসছে। এক পর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আব্দুল হাইকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।