শেরপুরে অবৈধ ইট ভাটায় অভিযান

0

শেরপুরে অবৈধ চার ইট ভাটায় হানা দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। অবৈভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে চারটি ইটভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেকু দিয়ে ভাঙ্গা হয়েছে। ওই চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে নগদ ২৪ লক্ষ টাকা এবং সব অভিযুক্ত ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতি বার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

অভিযানে সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here