শীতকালীন টমেটো চাষে খুশি কৃষক

0

বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় শীতকালীন টমেটো চাষ করে অনেক কৃষকের ভাগ্য বদল হয়েছে। ফলন ভালো ও লাভজনক হওয়ায় জেলায় শীতকালীন টমেটোর চাষও বেড়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে এবার টমেটের বাজার মূল্য ভালো হওয়ায় খুশি কৃষকরা।

উৎপাদন খরচের চেয়েও অনেক বেশি লাভ হওয়ায় এবং চাষ করে সংসারে সচ্ছলতা ফিরেছে বলে জানায় স্থানীয় কৃষকরা। এ কারণে কাহারোল উপজেলায় অন্য ফসলের জমিতেও এবার শীতকালীন টমেটো চাষ করেছেন কৃষকরা।

রামচন্দ্রপুর গ্রামের কৃষক এবার শীতকালীন হাইব্রিড জাতের ২ একর জমিতে টমেটো চাষ করেছেন। বর্তমানে তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। মঙ্গলবার পর্যন্ত তিনি বিক্রি করেছেন ৮০ হাজার টাকা। আশা করছেন তার জমি থেকে ৭ থেকে ৮ লাখ টাকার টমেটো বিক্রি হবে।

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, শীতকালীন টমেটো চাষে খরচ কম লাভ বেশি। সেই কারণে এ বছর টমেটোর আবাদ বেশি হয়েছে। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা জমিতে টমেটো চাষ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here