রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। তাদের এ হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে। এতে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সাথে মন্ত্রণালয়ের যোগাযোগ ব্যাহত হয়।
মঙ্গলবার ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’
তবে এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি। এদিকে, রাশিয়ার কর্মকর্তারা কিয়েভের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে একটি ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।
রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডেমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সাথে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়। যদিও ‘প্রতিবন্ধকতাটি একটি নির্দিষ্ট সময়ের জন্য’ অব্যাহত থাকতে পারে।
সূত্র : এএফপি ও ব্যারনস্।