বাগেরহাটের রামপালে ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অপবাদ দিয়ে শেখ আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে ২২ ঘণ্টা আটকে রেখে অমানসিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি শেখ হাসান আলীকে বুধবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে শেখ হাসান আলীসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে নির্যাতনের শিকার শেখ আব্দুল্লাহর মা খালেদা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেন। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন আসামি হাসান আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার আব্দুল্লাহ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার শেখ গফুরের ছেলে। তিনি বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, যুবক আব্দুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। মারাত্মক ইনজুরি রয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষার পর তা জানা যাবে।