ভাঙ্গায় আগুনে পুড়ে ছাই বসতঘর

0

ফরিদপুরের ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর দুয়াইর গ্রামে আগুনে পুড়ে এক ব্যক্তির আসবাবপত্রসহ বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানান, পুরাতন মেশিন ও যন্ত্রাংশ মেরামতকারী সাইফুল খানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ভাঙ্গা দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নালংকার পুড়ে যায়।

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুন্সি মনিরুজ্জামান বলেন, ইয়াসিন খানের টিনের তৈরি বসতঘরটি  পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্রসহ টাকা-পয়সা ও অলঙ্কার সামগ্রী আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে। ঘরে থাকা ২০টির অধিক মেশিন ( সেচ পাম্প) পুড়ে গেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে ঘরটি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here