কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি।
দূতাবাসের হলরুমে কমিটির সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, মো. শাহ আলম, আবুল কাশেম ও মহিউদ্দিন চৌধুরী, সহ সভাপতি ইএম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহানে আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর উল্যাহ, আন্তজাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মাস্টার, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির রিপন, কার্য নির্বাহী সদস্য সাহাব উদ্দিন। এ সময় রাষ্ট্রদূত সংগঠনের নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রবাসীদের বাংলাদেশের ভাবমূর্তি বজায় রেখে কাতারের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।