গাজীপুর সিটি করপোরেশনের সদর থানা এলাকায় পৃথক ৩টি ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান।
জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান, ১৬ জানুয়ারি রাতে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার জোলারপাড় এলাকায় আবিদা সুলতানা লাকীর বাড়িতে এবং ২১ জানুয়ারি রাতে বাহাদুরপুর এলাকায় মো: মানছুরুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুটি ডাকাতির ঘটনায় একই টিমের সদস্যরা ছিলো। এ দুটি ডাকাতির ঘটনায় মো: মাইদুল, মো: শফিকুল ইসলাম সাজু, মো: শান্ত ও মো: ভাসান সরদারকে গ্রেফতার করা হয়। এছাড়া টঙ্গী থেকে ডাকাতিকৃত স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আসামি সাজু ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমশিনার (অপরাধ, উত্তর) মো: খায়রুল আলম, সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম উপস্থিত ছিলেন।