চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ঢুকে তিনজনকে হত্যা ইসরায়েলি বাহিনীর

0

ইসরায়েলের বিশেষ বাহিনী ফিলিস্তিনি চিকিৎসক ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরে একটি হাসপাতালে ঢুকে তিনজনকে হত্যা করেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

হাসপাতালে একজন চিকিৎসক জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে একজন কয়েক মাস আগে ইসরায়েলি অভিযানে আহত হয়েছিলেন। এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা সেখানে তিন ফিলিস্তিনি পুরুষকে গুপ্তহত্যা করেছে। 

 ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘হাসপাতালে ঢুকে হত্যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here