বিপিএলের ১৫তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। ফলে জয়ের জন্য কুমিল্লাকে করতে হবে ১৬৬ রান।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাবর আজম, ফজলে মাহমুদ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর।
কিন্তু আগের ম্যাচে ফিফটি হাঁকানো বাবর আজ স্বদেশী খুশদিল শাহর বলে বোল্ড হয়ে ফিরেছেন। পাকিস্তানের এই তারকা ব্যাটার ৩৬ বলে ৩৭ রান করেছেন। মাহমুদও পারেননি ইনিংস বড় করতে। ফিরেছেন ২১ বলে ৩০ রান করে। ১৭তম ওভারের প্রথম বলে শামিম হোসেন পাটোয়ারীর (১৪) উইকেট হারায় রংপুর।
তবে শেষদিকে ওমরজাইয়ের ২০ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় রংপুর। আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৭ বলে ১৩ রান করে মোহাম্মদ নবি ও অধিনায়ক নুরুল হাসান ৬ বলে ১৫* রান করে রানের সহযোগীর ভূমিকা।
কুমিল্লার হয়ে রেমন রেইফার ২ উইকেট নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট গেছে তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহর ঝুলিতে।