কালো পতাকা মিছিল করেছে সাভার ও আশুলিয়া থানা বিএনপি। মঙ্গলবার সকাল ৮টার সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে কালো পতাকা হাতে নিয়ে মিছিলটি বের হয়ে গেণ্ডা গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়ন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী এ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাঈনুল হোসেন বিল্টু। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।