সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ২৯০ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম জাহিদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ ঠাকুরগাও জেলার পশ্চিম জগথা এমপিপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।