লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আরিফুর রহমানের বিরুদ্ধে বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পেটানোর অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যের (মেম্বার) দোকান থেকে মালামাল না কেনায় তাকে মারধর করে খালে ফেলে দেয়া হয় বলে অভিযোগ।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দারোগা গো পুলের গোড়া এলাকায় আবু ছায়েদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধ বাদী হয়ে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুর রহমান একমাত্র অভিযুক্ত করা হয়েছে। সে একই ইউনিয়নের লামচরী গ্রামের মৃত- রফিকুল ইসলামের ছেলে।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পর দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনা-বেচার বিষয়টি সাজানো।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, বৃদ্ধের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।