রবিবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে প্রথম ড্রোন হামলা হয়েছে যাতে ৩ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এটি প্রথম মার্কিন সামরিক হতাহতের ঘটনা নয়।
এর আগে ইয়েমেনে হুতিদের উদ্দেশে রওনা হওয়া ইরানি অস্ত্র জব্দের অভিযানের সময় নিখোঁজ দুই মার্কিন নৌ সেনা নিহত হয়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একজন মার্কিন নৌসেনা ভেসে যায় এবং দ্বিতীয়জন তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে।
এই ঘটনায় সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘আমাদের দুই নেভাল স্পেশাল ওয়ারফেয়ার যোদ্ধার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং আমরা চিরকাল তাদের ত্যাগ ও উদাহরণকে সম্মান জানাব।
মার্কিন নৌবাহিনী জানায়, নিহতরা হলেন- ২৭ বছর বয়সী নেভি স্পেশাল ওয়ারফেয়ার অপারেটর সেকেন্ড ক্লাস নাথান গেজ ইনগ্রাম এবং ৩৭ বছর বয়সী নেভি স্পেশাল ওয়ারফেয়ার অপারেটর ফার্স্ট ক্লাস ক্রিস্টোফার জে চেম্বারস। সূত্র: বিবিসি